about

ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়

আমাদের লক্ষ্য জাতীয় মুল্যবোধ অনুযায়ী সৎ , যোগ্য দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তোলা
“আলোকিত মানুষ চাই ” এ মহান ব্রত কে সামনে রেখে প্রকৃত সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৬৮ সালে মরহুম ডাঃ ইয়াছিন সাহেবের উদ্যোগে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় ।
৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বগুড়া সদর থানার ৩ কিঃ মিঃ দক্ষিণে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় বগুড়া পুলিশ লাইনের পূর্ব পার্শ্বে অবস্থিত ।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রভাতী ও দিবা দুই শিফ্টে মোট ১২৩১ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। উচ্চমাধ্যমিক স্তরে কলেজ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানের পরিচিতি:
বগুড়া সদর থানার ৩ কিঃ মিঃ দক্ষিণে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় বগুড়া পুলিশ লাইনের পূর্ব পার্শ্বে অবস্থিত ।
Welcome to  Faizullah High School . Bogra

http://www.faizullah.edu.bd/